1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বাঁশখালী থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ওসির শুভেচ্ছা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাংলাদেশ পুলিশ বাহিনীতে মাত্র ১২০ টাকায় নিয়োগপ্রাপ্ত বাঁশখালী উপজেলার ১১ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে (টিআরসি) ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে থানার অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা হচ্ছেন- মোহাম্মদ মিরাজ (সাধনপুর), মোহাম্মদ জাইদ (শীলকূপ), ওয়াহেদুল ইসলাম (ইলশা), মোহাম্মদ ওসমান (সাধনপুর), আব্দুল্লাহ আল মারুফ (পূর্ব বড়ঘোনা), রাকিবুল হাসান রিসাত (পুইছড়ি), মোহাম্মদ মাহামুদুল্লাহ (চাম্বল), আলী আজগর (গণ্ডামারা), নুর মোহাম্মদ হৃদয় (কাথরিয়া), ফরহাদ হোসেন বিপ্লব (জলদী), মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল (শীলকূপ)।

এসময় ওসি সাইফুল ইসলাম বলেন, ‘আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান। জনগণের জান-মাল, সম্মান ও নিরাপত্তা রক্ষার গুরু দায়িত্ব এখন আপনাদের কাঁধে। প্রশিক্ষণকালীন সময়ে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমেই একজন সৎ ও দক্ষ পুলিশ সদস্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’

নিয়োগপ্রাপ্ত কনস্টেবলরা মেধা ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার, চট্টগ্রাম জেলার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মো. আরিফ হোসেনসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স সদস্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট