1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বাঁশখালীতে পূজা মণ্ডপে প্রসিকিউটর তারেক আব্দুল্লাহর সম্প্রীতির আহ্বান

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে
Oplus_131072

শিব্বির আহমদ রানা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় বাঁশখালী পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতনী সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং নগদ অর্থ উপহার প্রদান করেন।

সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিনি একে একে বাঁশখালী থানা কালী মন্দির, রামকৃষ্ণ সেবাশ্রম মিশন মন্দির, দক্ষিণ জলদী মা শীতলা মন্দির, উত্তর জলদী দক্ষিণ বণিক পাড়া শ্রীশ্রী হরি মন্দির, করুণাময়ী কালী মন্দির, লোকনাথ ধাম বাঁশখালীসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে ভক্ত ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মণ্ডপ পরিদর্শনকালে তারেক আব্দুল্লাহ বলেন, ‘আজকে পূজা মণ্ডপে এসে আমার শৈশবের স্মৃতি জেগে উঠল। ছোটবেলায় প্রতিবেশী সনাতনী ভাই-বোন, দিদা-দিদি, পিসি-মাসিদের সঙ্গে একসাথে আনন্দ ভাগাভাগি করতাম। সেসময় সম্প্রীতির নানা গান হতো, উৎসব হতো, একতা আর সৌহার্দ্যের আবহ বিরাজ করত। আজও সেই আবহ অটুট রয়েছে। পূজা উৎসবের মূল শিক্ষা হলো ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবতার জয়।’

তারেক আব্দুল্লাহর এ সফরে স্থানীয় প্রশাসন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সাধারণ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে একটি সুন্দর সমাজ গড়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট