
সরল প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, মা ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা, পড়ালেখায় মনোযোগী করে তোলা এবং অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি চারিত্রিক গুণাবলী গড়ে তুলতে পরিবারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হাসান মিয়া, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবক প্রতিনিধিরা।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্লাহ, হেফাজ উদ্দীন, আবুল হাসেম, মনির আহমদ, আলী উল্লাহ, জাহাঙ্গীর আলম, নেজাম উদ্দীন, কাউচার বেগম, খালেদা ও জেসমিন রহিমা বেগম।
বক্তারা বলেন, “শিক্ষা শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয়; পরিবার ও সমাজ মিলে একটি শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।”
অভিভাবকেরা সন্তানদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত খোঁজ-খবর রাখা, মোবাইল ও টেলিভিশনের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বিরত রাখা এবং পড়াশোনায় আগ্রহী করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষক ও অভিভাবক সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।