বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রী অজ্ঞান হয়ে ওয়াশরুমে আটকা পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বাঁশখালী ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, খবর পাওয়ার সাথে সাথে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাত্র কয়েক মিনিটের মধ্যেই উদ্ধার অভিযান সম্পন্ন করে।
উদ্ধার প্রতিবেদনে উল্লেখ করা হয়, সকাল ১১টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ১১টা ৪৪ মিনিটে পৌঁছে দরজা ভেঙে ভেতরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
আহত ছাত্রীটির নাম তাসমিন আক্তার (১২)। তিনি বাঁশখালী পৌরসভার দিঘিরপাড় এলাকার নুরুল কবিরের কন্যা।
ফায়ার সার্ভিস জানায়, ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলে এ ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী ফায়ার স্টেশনের অফিসার মো. মিজানুর রহমান।
সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।