বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নে প্রায় দুই কোটি টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি সদস্য মো. জালাল উদ্দিন ঝিনুক (৩৮) এ বিষয়ে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০ সেপ্টেম্বর রাত ১টা থেকে সকাল ৬টার মধ্যে কালীপুর গ্রামের জিন্নাত আলী তালুকদার বাড়িতে এ চুরি সংঘটিত হয়। প্রবাসী আবু তালেবের তালাবদ্ধ ঘরের দরজা ও স্টিলের আলমারির তালা ভেঙে দুর্বৃত্তরা প্রায় ১১০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ এক লাখ টাকা নিয়ে যায়। স্বর্ণালঙ্কারের মধ্যে ছিল লকেট, গলার হার, আংটি, কানের দুল, নূপুর, হাতের বালা, নেকলেস ও মাথার টিকলি। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।
ইউপি সদস্য জালাল উদ্দিন অভিযোগে স্থানীয় কয়েকজনকে (রাফি, মোরশেদ, দোলন, বায়া, সুমন, যাবের আহমদ, আজগরসহ অজ্ঞাতনামা) অভিযুক্ত করেছেন। তিনি দাবি করেন, তাদের স্বভাবচরিত্র খারাপ এবং এলাকায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার আগের দিন রাতেও তাদের একসাথে ঘুরাফেরা করতে দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।
ঘটনার খবর পেয়ে রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।