
বাঁশখালী সংলাপ: বাঁশখালী উপজেলার নাপোড়া গ্রামের চন্দ্রালয় বাড়িতে মাস্টার বিমল কান্তি গুহের ভূমি দানের মাধ্যমে অদ্বৈতানন্দ ঋষি আশ্রমের শিলান্যাস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট লিটন কান্তি গুহ এবং সভাপতিত্ব করেন রঞ্জিতানন্দ পুরি মহারাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপোড়া শেখেরখীল সার্বজনীন কালী বাড়ি কমিটির সভাপতি রাজীব কান্তি গুহ, পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য সুজিত বৈদ্য, অ্যাডভোকেট অতনু ভট্টাচার্য, সত্যজিত দাশ গুপ্ত (পরিচালক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স লি.), সাবেক ইউপি সদস্য শের আলী ও আবু তাহের, ডা. গোপাল কৃষ্ণ দাশ, প্রজেস সিকদার নয়ন, মিল্টন কান্তি গুহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাস্টার বিমল কান্তি গুহকে কেক খাইয়ে তার ৮৬তম জন্মদিন উদযাপন করেন এবং তার দীর্ঘায়ু ও অদ্বৈতানন্দ ঋষি আশ্রমের কল্যাণ কামনা করেন।