চাম্বল প্রতিনিধি: বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষিকা ফারজানা বেগম। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক কামরুল হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল উম্মে হাবিবা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বিদ্যালয়ের উপদেষ্টা রিদুয়ানুল করিম খোকন, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম-আহ্বায়ক শিব্বির আহমদ রানা। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফল নয়, তাদের মানসিক ও চারিত্রিক বিকাশের দিকেও নজর দিতে হবে। শিশুকে আগে বিকশিত হওয়ার সুযোগ করে দিন। তাকে সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিন। তবেই তারা আগামী দিনে সুনাগরিক হয়ে দেশ ও সমাজের জন্য অবদান রাখতে পারবে।”
উল্লেখ্য, বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজ বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৭নম্বর ওয়ার্ডে অবস্থিত। ২০২১ সালে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠান শহরের খ্যাতনামা সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আদলে গড়ে উঠেছে এবং ইতোমধ্যেই সুনামের সাথে পরিচালিত হচ্ছে।