1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমিক সমাজ অর্থনীতির মেরুদণ্ড’ বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণের সভায় বক্তারা বাঁশখালীতে পরিত্যক্ত ভবন থেকে যুবকের লাশ উদ্ধার যেসব যন্ত্র কখনও মাল্টিপ্লাগে ব্যবহার উচিত নয় বাঁশখালী সমিতি চট্টগ্রামের নতুন কমিটি গঠিত বিবেক অফ, ক্যামেরা অন- সোশ্যাল ডিজিসে ভুগছে আধুনিক সমাজ বাঁশখালীর কদম রসূল সাগর পাড়ে ভেসে উঠলো অজ্ঞাত লাশ বাঁশখালীতে স্লুইসগেইট নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ ভ্রাম্যমাণ আদালতে লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবক নিহত যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালীতে আবু আহমেদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

কৃষি যন্ত্রপাতি প্রতিযোগিতায় দেশসেরা চতুর্থ স্থান: বাঁশখালীর গর্ব ডুয়েটের আব্দুন নূর

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিবেদন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), গাজীপুরে আয়োজিত “কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ ও ধারণা প্রতিযোগিতা ২০২৫”-এর চূড়ান্ত পর্বে সারা দেশ থেকে নির্বাচিত শীর্ষ ৪৫ প্রতিযোগীর মধ্যে দেশসেরা চতুর্থ স্থান অর্জন করেছেন চট্টগ্রামের বাঁশখালীর সন্তান এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আব্দুন নূর।

তার উপস্থাপিত উদ্ভাবনী প্রজেক্ট “Smart Soil Health Blanket: A Biodegradable Agro-Textile Innovation” বিচারকমণ্ডলীর বিশেষ প্রশংসা কুড়ায়। ধানখড়ি, কলাগাছের ফাইবার, জুট ফাইবার ও কচুরিপানা দিয়ে তৈরি এই জৈব-ভিত্তিক মাল্চ শীট প্লাস্টিক মাল্চের টেকসই বিকল্প হিসেবে কাজ করবে। এটি মাটির আর্দ্রতা ধরে রাখা, জৈব সার উপাদান বৃদ্ধি এবং ক্ষুদ্র ও নগর কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।

শিক্ষাজীবন ও সাফল্য: বাঁশখালীর আল-আমিন বারিয়া কামিল মাদ্রাসা থেকে আব্দুন নূরের শিক্ষাজীবন শুরু। ২০১৫ সালে জেডিসি ও ২০১৮ সালে এসএসসি বিজ্ঞানে জিপিএ-৫ অর্জনের পর তিনি চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন ৩.৯৫ সিজিপিএসহ। বর্তমানে তিনি ডুয়েট-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি অধ্যয়নরত।

এ পর্যন্ত তিনি বহু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন— ডুয়েট ভর্তি পরীক্ষায় ২য় স্থান। AUST Textile Innovation Competition – চ্যাম্পিয়ন। ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড ২.০ – ১ম রানার-আপ। TEXBIZ আর্টিকেল রাইটিং প্রতিযোগিতায় সম্মাননা। একাধিক কুইজ, কনটেন্ট রাইটিং ও পোস্টার প্রতিযোগিতায় পুরস্কার।

শিল্প ও পেশাগত অভিজ্ঞতা: একাডেমিক সাফল্যের পাশাপাশি বাস্তব ক্ষেত্রেও তার রয়েছে অভিজ্ঞতা। তিনি Apparel Promoter Ltd.-এ কেমিক্যাল ম্যানেজমেন্টে স্টোর অফিসার এবং Bismillah Fabric Ltd.-এ কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি Softmax Online School-এ কনটেন্ট ডেভেলপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি South Asian Student Council-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং এডুকেশন ও রিসার্চ ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা: আব্দুন নূর বলেন, “আমার লক্ষ্য টেকসই কৃষি ও টেক্সটাইল উদ্ভাবনে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা, যাতে কৃষি ও পরিবেশ উভয়ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলা যায়।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট