সরল প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ মিনজিরীতলা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী আশিঘরপাড়া ফয়জুল উলুম তা’লিমুল কুরআন দারুল আরকাম মাদরাসায় অর্ধ-বার্ষিক পরীক্ষা’২৫-এ উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে মাদরাসা ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি ফরিদ আহমদ। প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মনকিচর এমদাদুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ফয়জুল উলুম তালিমুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা দ্বীন মুহাম্মদ, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা সৈয়্যদুল আলম, সহকারী সম্পাদক মুহাম্মদ সানাউল্লাহ, খালাইচ্ছার পাড়া মদিনাতুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ হোসাইন, কাহারঘোনা রওশনীয়া তালিমুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা নুর হোসাইন, ইসলামী ফাউন্ডেশন বাঁশখালী শাখার পরিদর্শক মাওলানা মাহমুদ উল্লাহ, অভিভাবক প্রতিনিধি মাহমুদ উল্লাহ এবং সিনিয়র শিক্ষক মাওলানা মনছুর আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা শহিদ উল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে মাদরাসার একান্ত শুভাকাঙ্ক্ষী মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেবের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচকরা মরহুমের ধর্মীয়, সামাজিক ও শিক্ষা বিস্তারে অসামান্য অবদানকে স্মরণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে অর্ধ-বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ও শিক্ষকরা।
এছাড়া আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তারা সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদরাসার শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সমাজের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।