1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
চাম্বল খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ইসমাইল “শীলকূপ” শাহ আমিনিয়া সড়ক সংস্কার চাই বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপনীয়তার দেয়াল ভেঙে সহিংসতার মঞ্চে ফেসবুক স্বর্ণের প্রলোভনে প্রতারণার ফাঁদে ‘আবদুছ সবুর’ এর গল্প মাধ্যমিকে স্কুল পর্যায়ে রফিকুল ইসলাম গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত মাদরাসা পর্যায়ে বাঁশখালীর গুণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাম্মদ মোশাররফ হোসাইন ওয়াশরুমে আটকা পড়া স্কুলছাত্রীকে বাঁশখালী ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে পুলিশের মতবিনিময় সভা বাঁশখালীর ‘পশ্চিম বাঁশখালায়’ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার নিঃস্ব, খোলা আকাশের নিচে ঠাঁই

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন বাঁশখালীর ওসি সাইফুল ইসলাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা: দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। জুলাই/২০২৫ মাসের সাফল্যের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

বুধবার চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় এ পুরস্কার ও ক্রেস্ট তাঁর হাতে তুলে দেওয়া হয়।

জুলাই মাসে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে বাঁশখালী থানা ৩২টি মামলা ও ১৮২টি অভিযোগ নিষ্পত্তি, ১৯৪টি ওয়ারেন্ট বাস্তবায়ন, ২৮ জন আসামি গ্রেফতার, ৪১ হাজার ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ লিটার মদ, ১৫টি মোবাইল জব্দসহ উল্লেখযোগ্য সফলতা অর্জন করে। এছাড়া এক অপহৃত ভিকটিম উদ্ধার ও থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখেন তিনি।

শুধু তাই নয়, এসময় বাঁশখালী থানার এসআই (নিরস্ত্র) মো. জামাল হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং এসআই (নিরস্ত্র) রুবেল চন্দ্র সিংহ শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসেবে পুরস্কার লাভ করেন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি সাইফুল ইসলাম বলেন- “এ সম্মান শুধু আমার নয়, পুরো বাঁশখালী থানার পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় আমি পুলিশ সুপার মহোদয়ের কাছে কৃতজ্ঞ। একইসঙ্গে বাঁশখালীর সাধারণ জনগণকেও ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাদের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে যাচ্ছেন। ভবিষ্যতেও দায়িত্ব পালনে আমরা আরও আন্তরিকভাবে কাজ করব।”

উল্লেখ্য, গত মে মাসেও মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অবদান রাখায় ওসি সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট