1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চাম্বল খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ইসমাইল “শীলকূপ” শাহ আমিনিয়া সড়ক সংস্কার চাই বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপনীয়তার দেয়াল ভেঙে সহিংসতার মঞ্চে ফেসবুক স্বর্ণের প্রলোভনে প্রতারণার ফাঁদে ‘আবদুছ সবুর’ এর গল্প মাধ্যমিকে স্কুল পর্যায়ে রফিকুল ইসলাম গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত মাদরাসা পর্যায়ে বাঁশখালীর গুণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাম্মদ মোশাররফ হোসাইন ওয়াশরুমে আটকা পড়া স্কুলছাত্রীকে বাঁশখালী ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে পুলিশের মতবিনিময় সভা বাঁশখালীর ‘পশ্চিম বাঁশখালায়’ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার নিঃস্ব, খোলা আকাশের নিচে ঠাঁই

গ্রামের স্কুল থেকে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়—বাঁশখালীর প্রবালের পিএইচডি ডিগ্রি অর্জন

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা:

চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম চাম্বল গ্রামের সন্তান প্রবাল চৌধুরী অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে আনুষ্ঠানিকভাবে তাঁকে এ ডিগ্রি প্রদান করা হয়।

প্রবাল চৌধুরী অনাথ বন্ধ চৌধুরী ও পশ্চিম চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা রত্না প্রভা দাশের পুত্র। তাঁর শিক্ষাজীবন শুরু হয় পশ্চিম চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ২০০৩ সালে বাঁশখালী ইউনাইটেড উচ্চ বিদ্যালয় (বর্তমান- বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়) থেকে মাধ্যমিক, ২০০৫ সালে চট্টগ্রামের মহসিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০১৯ সালে প্রধানমন্ত্রী ফেলোশিপ পেয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান অস্ট্রেলিয়ায়।

তাঁর পিএইচডি গবেষণার বিষয় ছিল অস্ট্রেলিয়ার বাণিজ্যিক লেয়ার খামারের একটি জটিল আচরণগত সমস্যা—স্মাদারিং। এটি শুধু প্রাণিকল্যাণ নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। গবেষণার মাধ্যমে তিনি সমস্যার মূল কারণ অনুসন্ধান ও কার্যকর সমাধান প্রস্তাব করেন। ইতিমধ্যে তাঁর গবেষণা ফলাফল ৩টি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং ৫টি আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত হয়েছে।

 

প্রবাল চৌধুরী বলেন, “আমার কাছে সাফল্যের আসল মানে কেবল নিজের জন্য কিছু পাওয়া নয়, বরং সেই অর্জন দিয়ে অন্যের পথ সহজ করে দেওয়া। আমি চাই, আমার পথচলা এমন হোক যেখানে আমি যতটা পেয়েছি, তার চেয়ে বেশি দিয়ে যেতে পারি।”

প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাঁর এ অর্জনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, যা পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত বোধ করছেন। অনেক শিক্ষক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী তার এ অর্জনে গর্ববোধ করে বলেন- ‘প্রবাল গ্রামের স্কুল থেকে আর্ন্তজাতিক অঙ্গণে পিএইচডি ডিগ্রি অর্জন করে আমাদেরকে ধন্য করেছেন।’

২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ পাঁচ বছরের গবেষণা যাত্রা শেষে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁর পিএইচডি ডিগ্রি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় এবং আগস্ট ২০২৫-এ কনভোকেশনে তিনি সনদ গ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট