1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ঋষিধাম মহারাজের সাথে সৌজন্য সাক্ষাতে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বাঁশখালীতে অগ্নিদুর্গত পাঁচ পরিবারের মাঝে জামায়াতের অর্থ সহায়তা চাম্বল খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ইসমাইল “শীলকূপ” শাহ আমিনিয়া সড়ক সংস্কার চাই বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপনীয়তার দেয়াল ভেঙে সহিংসতার মঞ্চে ফেসবুক স্বর্ণের প্রলোভনে প্রতারণার ফাঁদে ‘আবদুছ সবুর’ এর গল্প মাধ্যমিকে স্কুল পর্যায়ে রফিকুল ইসলাম গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত মাদরাসা পর্যায়ে বাঁশখালীর গুণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাম্মদ মোশাররফ হোসাইন ওয়াশরুমে আটকা পড়া স্কুলছাত্রীকে বাঁশখালী ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

বাঁশখালীতে চবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, ছাত্রসমাজের ক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবরারুল হক আবিরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজির অভিযোগ এনে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে এলাকাবাসীসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

বাঁশখালী পৌরসভার উত্তর জলদি ভাদালিয়া এলাকার কবির আহমদ বাদী হয়ে আবরারুল হক আবিরকে ৪ নম্বর আসামি করে মোট ছয়জনকে নামীয় এবং অজ্ঞাত আরও ১০–১২ জনের বিরুদ্ধে চট্টগ্রামের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা দায়ের করেন।

সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা জানান, আবরারুল হক আবির সততা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার জন্য ছাত্রজীবনে সবসময় প্রশংসিত ছিলেন। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি স্থানীয় ঐতিহ্যবাহী বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসায় পড়াশোনা করেন এবং পরবর্তীতে বিশ্ববরেণ্য আলেম মরহুম আল্লামা সুলতান যওকের প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া দারুল মা’আরিফ মাদরাসায় উচ্চশিক্ষা লাভ করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এরাবিক ডিপার্টমেন্ট (ইনকিলাব-৫১ ব্যাচ) এ অধ্যয়নরত এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবসেবায় কাজ করে যাচ্ছেন। প্রতিটি বোর্ড পরীক্ষায় তিনি সাফল্য অর্জন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩১ জুলাই এলাকার ‘সাজাপ্রাপ্ত ডাকাত ও অস্ত্র মামলার আসামি’ কবির আহমদ ওরফে কইব্যা ডাকাত তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। সহপাঠী ও এলাকাবাসীর দাবি, মামলাটি সম্পূর্ণ হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।

তারা বলেন, একজন মেধাবী ছাত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তার শিক্ষাজীবন ও ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। তাই দ্রুত তদন্ত করে সত্য উদঘাটন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

নিজের প্রতিক্রিয়ায় আবরারুল হক আবির বলেন, “পূর্ব শত্রুতার জেরে আমার বিরুদ্ধে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, এলাকায়ও তেমন আসা হয় না। একজন মানুষ কতটা হিংসাপরায়ণ হলে এরকম মিথ্যা মামলা করতে পারে তা আমার বোধগম্য নয়।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট