তৌহিদ-উল বারী, বিশেষ সংবাদদাতা: পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে বিদ্যালয়ের কার্যকরী কমিটি (২০২৫-২৬) এর অভিষেক ও মতবিনিময় সভা আজ (২৫ জুলাই) নগরীর কাজীর দেউরিস্থ এপোলো শপিং কমপ্লেক্সের চবি-৩১ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশবিদ ও কমিটির সভাপতি মোহাম্মদ নুর হোছাইন। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাজ্জাদুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রফেসর ড. মোরশেদ, এরফানুল ইসলাম, মীর কাসেম, শহীদুল্লাহ্, আবসার নাদির, শহীদ আব্দুর রাজ্জাক, মো. সলিমুল্লা, এরশাদুর রহমান প্রমুখ।
শিক্ষকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষক সংকর নাথ দেব সিকদার এবং জাফরুল আলম জহির।
বক্তব্য পর্বে বক্তারা বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি পরীক্ষার ফলাফল বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের ফলাফলের উন্নয়নে নিয়মিত মনিটরিংসহ নানা পরিকল্পনার কথা জানান। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ের ফলাফলের নিম্নগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং এর সমাধানে সক্রিয় ভূমিকা নেওয়ার অঙ্গীকার করেন।
পরে মিষ্টিমুখের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।