শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানোর সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাঁশখালী উপজেলার সংগঠক ও ‘জুলাই যুদ্ধে’ আহত তানভির কাদের সিকদারের (২৩) ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিনি গুরুতর আহত হন এবং তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হয়।
শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের প্রধান সড়কের থানার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিএনপি নেতা লেয়াকত আলীর নেতৃত্বে একটি মিছিল থেকে তানভির কাদেরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি মারেন এবং মাথায় আঘাত করে রক্তাক্ত করেন।
আহত তানভির কাদের জানান, “চট্টগ্রাম বিপ্লব উদ্যানে এনসিপির সমাবেশ উপলক্ষে আমি বাঁশখালীতে মাইকিং করে প্রচারণা চালাচ্ছিলাম। এ সময় বিএনপির মিছিল থেকে হঠাৎ আমার ওপর আক্রমণ চালানো হয়।” তিনি আরও জানান, “গত ৪ আগস্ট বাঁশখালীর চাম্বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আমি মাথায় গুলিবিদ্ধ হই। সেই আগের আঘাতস্থানে আবারও আঘাত লেগে রক্তক্ষরণ শুরু হয়।”
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক বলেন, “জুলাই পদযাত্রার প্রচারণা চালানোর অপরাধে আমাদের সংগঠক তানভির কাদেরকে মাথা ফাটিয়ে আহত করা হয়েছে। এ ছাড়া আমাদের কর্মীদের বাড়িতে বাড়িতে হামলার হুমকি, ব্যানার পোড়ানোসহ নানা ধরনের হুমকিমূলক আচরণ করা হচ্ছে।” তিনি আরও বলেন, “বাঁশখালীতে শান্তিপূর্ণ রাজনীতি চালিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। এই ধরনের হামলা আমাদের প্রচেষ্টা থামাতে পারবে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
এদিকে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “তানভির কাদেরকে মারধরের ঘটনা শুনেছি। এ বিষয়ে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করতে কাজ চলছে।”