1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :

চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসকের স্ত্রীর ইন্তেকাল, জানাযা সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নূরীর সহধর্মিণী সানজিদা হোসেন (৪২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার আছরের নামাযের পর বাঁশখালী পৌরসভার ভাদালিয়া ১ নম্বর ওয়ার্ডের রুহুল্লা পুকুর পাড় জামে মসজিদের মাঠে মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে ইমামতি করেন বাইতুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক।

এ সময় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাদি উর রহিম জাদিদ, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জমশেদ আলম, নব নিযুক্ত সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান, কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদাত হোসেন, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, আলহাজ্ব লেয়াকত আলী তালুকদার, বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আবচার, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ন আহ্বায়ক শিব্বির আহমদ রানা, সদস্য সচিব সাংবাদিক মিজান বিন তাহের সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জানাযা শেষে মরহুমাকে রুহুল্লা পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট