বাঁশখালী সংলাপ: শিক্ষা, সেবা ও সমাজ উন্নয়নে নিবেদিত প্রতিষ্ঠান মাওলানা ওবাইদুল করিম আনোয়ার (রহঃ) ফাউন্ডেশন ২০২৫ সালের জন্য নতুন ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।
পশ্চিম চাম্বল আফিয়া পাড়া ও শীলকূপ মহল্লাপাড়ার যৌথ উদ্যোগে গঠিত এই ফাউন্ডেশনের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাস্টার নুরুল আবছার এবং সাধারণ সম্পাদক গাজী মু কাইছার উদ্দিন।
সম্প্রতি এক গুরুত্বপূর্ণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়, যার মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন: সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আরমান হাকিম, জসিম উদ্দিন আল হাসান, মাহমুদুল ইসলাম ও আহসান সিদ্দিকী, সহ-সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দীন, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক পারেসুল আলম মানিক, সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হোসেন বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ হামিদ উল্লাহ, সহ অর্থ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ তারেক আজিজ, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ গাজী নিজাম উদ্দিন, সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, প্রচার ও যোগাযোগ সম্পাদক জালাল উদ্দীন, সহ প্রচার ও যোগাযোগ সম্পাদক আয়াস মাহমুদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত উল্লাহ মামুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোছাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছালেক মোহাম্মদ বোরহান উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক আরাফাত হোসাইন, কার্যকরী সদস্যবৃন্দ- মাহমুদুল হক, মোস্তাক আহমদ, রিয়াজুল হক।
এছাড়াও কমিটিতে বিভিন্ন বিভাগভিত্তিক সম্পাদকগণ যুক্ত রয়েছেন যারা শিক্ষা, সাহিত্য, প্রশিক্ষণ, দাওয়াতসহ নানাবিধ ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করবেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কমিটির মাধ্যমে আগামীর দিনগুলোতে সমাজসেবামূলক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম আরও বেগবান ও সম্প্রসারিত হবে।
কমিটির মেয়াদ আগামী জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে এবং পরবর্তীতে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।