1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :

বাঁশখালীতে কোরবানির পশুর হাট-বাজার ইজারাদারদের সাথে ওসি’র মতবিনিময় সভা

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে আসন্ন ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষ্যে কোরবানির পশুর হাট-বাজারে আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক ও নিরাপদ রাখার লক্ষ্যে ইজারাদার, ব্যবসায়ী প্রতিনিধি সহ সংশ্লীষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

শুক্রবার (২৩ মে) রাত ৮টায় বাঁশখালী থানা পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা ওসি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কোরবানির ঈদ উপলক্ষ্যে জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন ওসি সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘বিশেষ করে বাঁশখালী আঞ্চলিক প্রধান সড়কে যানযট সৃষ্টি করে পশুর হাট বসানো যাবে না। প্রতিটি পশুরহাটে সিসি ক্যামেরা, জেনারেটর এবং নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার কথাও বলেন তিনি। একই সাথে পশু রাখার জন্য শেড তৈরি করা, আগত ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা রাখার কথা বলেন।পশুরহাটে হাসিল নিয়ে যেন দ্বন্দ্ব না হয় সেদিকে খেয়াল রাখার কথা বলেন।’

তিনি জাল টাকা শনাক্তকরণ ও লেনদেন সংক্রান্ত বুথ স্থাপনের বিষয়টি তুলে ধরেন। পশুরহাটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে টহল বৃদ্ধি করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানান। সার্বিক নিরাপত্তায় হাট কেন্দ্রিক পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করার কথাও বলেন। সকলের সহযোগিতায় ঈদ উদ্‌যাপনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে এই আশাবাদ ব্যক্ত করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

সভায় এ সময় বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ সহ উপজেলার প্রায় ২০টি পশুর হাটবাজারের ইজারাদার ও ব্যাবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট