বাঁশখালী সংলাপ::
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্টে মোহাম্মদ নেছার উদ্দিন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিৎ করেছেন নিহতের সম্পর্কের মামাতো ভাই নুরুল কাদের।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যাওয়া নেছার উদ্দিন গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার সমদ আলী মাতব্বর বাড়ীর মৃত শামসুল আলমের তৃতীয় পুত্র। তিনি উত্তর পশ্চিম গন্ডামারা লবণ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য।
নিহতের মামাতো ভাই নুরুল কাদের বলেন, ‘আজ সন্ধ্যায় নিজ বাড়িতে বিদ্যুতের লাইট জ্বালাতে সুইচ বোর্ডে হাত দিতেই বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। বোর্ডটি ক্রুটিপূর্ণ থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পরে ছিঁটকে পড়লে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরুতহাল রিপোর্ট করেছে। পরিবারের কোন অভিযাগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।