1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ঋষিধাম মহারাজের সাথে সৌজন্য সাক্ষাতে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বাঁশখালীতে অগ্নিদুর্গত পাঁচ পরিবারের মাঝে জামায়াতের অর্থ সহায়তা চাম্বল খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ইসমাইল “শীলকূপ” শাহ আমিনিয়া সড়ক সংস্কার চাই বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপনীয়তার দেয়াল ভেঙে সহিংসতার মঞ্চে ফেসবুক স্বর্ণের প্রলোভনে প্রতারণার ফাঁদে ‘আবদুছ সবুর’ এর গল্প মাধ্যমিকে স্কুল পর্যায়ে রফিকুল ইসলাম গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত মাদরাসা পর্যায়ে বাঁশখালীর গুণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাম্মদ মোশাররফ হোসাইন ওয়াশরুমে আটকা পড়া স্কুলছাত্রীকে বাঁশখালী ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটি’র উদ্যোগে ইফতার মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটি’র উদ্যোগে গতকাল শুক্রবার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বৃত্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ।

মাহফিলের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. তাওহিদুল ইসলাম। সংগঠনের সভাপতি শামিমুল হক ফাহিমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মিনি ল স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ রায়হান সোবহান। প্রধান বক্তার বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা আখতারুজ্জামান।

সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ হাসান রানা’র সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, স্বপ্নচূড়া সংগঠনের সভাপতি ফুরকান এলাহী, পুইছড়ি আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সংগঠনের প্রধান নির্বাহী সদস্য এস এম ফাহাদ চৌধুরী, নির্বাহী সদস্য মোহাম্মদ হোছাইন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ নূরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুরশেদ আল-ইসলাম রাসিফ, জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক বিন তৌহিদ, আব্দুল্লাহ আল মুনতাসীর, তানভীরুল ইসলাম সিকদার, হেফাজুল ইসলাম, উপ-অর্থ সম্পাদক মো. নেজাম উদ্দিন, দপ্তর সম্পাদক আদনান বিন মনজুর রাদভী, শিক্ষা বিষয়ক সম্পাদক জাবেদ হাসান রিয়াদ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াহিম হোছাইন চৌধুরী, উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হা.মো. খোরশেদুল আলম, মানব সেবা বিষয়ক সম্পাদক প্রিন্স সোহেল উদ্দিন, উপ-সমাজ বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফজলে রাদভী শিহাব, মো. জিহান উদ্দিন, মো. বোরহান, তানজিদুল ইসলাম আরাফাত, সাইমন রেজা সাজ্জাদ, জাহেদুল ইসলাম শান্ত, চৌধুরী মুহাম্মদ শহীদ, এস এম আদনান, সালমান রহমান তৌকির, সানজিদুল ইসলাম আরমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘ তরুণদের কে মাদক ও জোয়া মুক্ত সমাজ গঠন করতে হবে। আলোকিত সমাজ বিনির্মানে তরুণ সমাজের ভূমিকার বিকল্প নেই, মাদক ও জোয়া মুক্ত এবং অন্যায় কাজে বাঁধা প্রদান করার জন্য তরুণদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশ ও জাতির স্বার্থে মানবতার কল্যাণে নিজেকে নেতৃত্বশীল হিসেবে এগিয়ে আসার জন্য তরুণদেরকে আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট