1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

বাঁশখালীতে মধ্যরাতের অগ্নিকান্ডে খামার সহ পুড়ল এক হাজার মুরগি

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪৭২ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি:::

চট্টগ্রামের বাঁশখালীতে মধ্যরাতের অগ্নিকান্ডে একটি খামারসহ এক হাজার মুরগি ও নগদ ষাট হাজার টাকা পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ  ৪ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ফার্মের মালিক মোজাফ্ফর আহমদ।

বুধবার রাত ২ ঘটিকার সময় (১৯ মার্চ) বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার স্থানীয় মোজাফ্ফর আহমদ নামে এক ব্যবসায়ীর খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় খামারসহ ১৫দিন বয়সী এক হাজার মুরগি পুড়ে যায়। খামারে থাকা ষাট হাজার নগদ টাকাও পুড়ে যায় বলে জানা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী খামারীর প্রতিবেশী ভাগিনা মো. মনজুর বলেন, ‘গত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের সময় ওই মুরগির খামারে আগুন ধরে। মুহুর্তের মধ্যে সর্বস্ব পুড়ে যায়। খামারীর যা পুঁজি ছিল তার সবই বিনিয়োগ করেছে ওই খামারে।’

অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে খামারের পাশে সড়ক ছিল। সড়কের কোনো পথচারী বিড়ি/সিগারেট পান করে চলে যাওয়ার সময় বিড়ির অবশিষ্টাংশ থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার জানান, ‘খামারে অগ্নিকান্ডের বিষয়ে কেউ আমাদের জানায়নি। পরে, আমরা জানতে পেরে ঘটনাস্থলে পৌছি। তার আগেই খামার ও মুরগি পুড়ে যায়। তিনি আরও জানান, ‘খামার সংলগ্ন সড়কটি বেশী সরু হওয়ায় ফায়ার সার্ভিস ডুকতে পারবে না বলে স্থানীয়রা ফোন করে জানায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট