1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :

ইক্বরা মডেল হিফয মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি:::

বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকায় দ্বীনি শিক্ষা প্রসারের লক্ষ্যে গড়ে উঠা ইক্বরা মডেল হিফজ মাদরাসা ও এতিমখানার উদ্যোগে অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ ও ইউনির্ফম বিতরণ সম্পন্ন হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা নুরুচ্ছফা। এ সময় প্রধান অতিথি ছিলেন ইক্বরা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও মোজাম্বিক প্রবাসী শাহাদাত হোসাইন।

মাওলানা মোস্তাক আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাম্বল ইউনিয়ন আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাস্টার নাজিম উদ্দিন, খলিলুর রহমান, হাফেজ আইয়ুব ওসমানী, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, মাস্টার ফরিদ উদ্দিন, মাওলানা ওয়াহেদুল হক, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা ইমরান। এ ছাড়াও স্থানীয় ওয়ার্ডের সকল মসজিদের ইমাম-খতিববৃন্দ উপস্থিত ছিলেন।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহাদত হোছাইন বলেন, ‘দ্বীনি শিক্ষা, বিশেষ করে আধুনিক মননে বিশুদ্ধ কোরআন শিক্ষা প্রদানের লক্ষ্যে ইক্বরা মডেল মাদরাসা প্রতিষ্ঠা লাভ করে। যারা এতিম শিক্ষার্থী আছে তাদের সকল ধরনের ভরণপোষণ, বেতন, চিকিৎসাসহ সবকিছু ফ্রি করে দিয়েছি। সাধারণ শিক্ষার্থীদেরও কোনো বেতন নেওয়া হবে না।’ তিনি অভিভাবকদের কাছে আন্তরিক পরামর্শ ও দোয়া চেয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট