বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া কুলীনপাড়া এলাকায় অবস্থিত শাহ মুনিরুল্লাহ জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার জুম‘আর নামাজ আদায়ের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য আলেম-ওলামা, সমাজনেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও জুম‘আর আযান প্রদান করা হয়।
জুম‘আর নামাজের পূর্বে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। পরে জুম‘আর খুতবা ও নামাজ পরিচালনা করেন আল-জামেয়া দারুল মা‘আরেফ আল-ইসলামিয়্যাহ’র মুহাদ্দিস ও মুফতি মাওলানা মুফতি ফরিদ আহমদ আনছারী।
মরহুম শাহ মাওলানা মুনিরুল্লাহ (রহ.)-এর জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ ইউছুফের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার তারেক মঈন উদ্দিনের সঞ্চালনায় জুম‘আর পরবর্তী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী ও বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল।
সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মাওলানা ফোজাইলুর রহমান ও নকি উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলীনপাড়ার বিশিষ্ট সমাজনেতা মোহাম্মদ হোসেন, ডা. আজিজুল হক, ডা. জহির উদ্দীন, কুলীনপাড়া উত্তর জামে মসজিদের সভাপতি এনামুল হক, বৈলছড়ি জামেয়া মিল্লিয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা এজাজ আহমদ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ মুনাজাত পরিচালনা করেন বৈলছড়ি আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আহমদ হাছান। পরে মুসল্লি ও অতিথিদের মাঝে আপ্যায়ন ও দুপুরের খাবার পরিবেশন করা হয়।
উল্লেখ্য, ধর্মীয় শিক্ষা, দাওয়াহ কার্যক্রম ও সমাজসেবার লক্ষ্যকে সামনে রেখে মুনিরুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক আয়োজনে এ শুভ উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত