বাঁশখালী সংলাপ::: বাঁশখালী উপজেলায় ২০২৬ শিক্ষাবর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বই বিতরণ কার্যক্রম চলমান ছিল।
নতুন বছর শুরুর আগেই উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে এ উৎসবের আয়োজন করা হয়। বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবদুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবদুল হামিদ বলেন, 'শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ একটি আনন্দঘন উৎসব। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ ও উৎসাহ বাড়বে। সরকার নির্ধারিত সময়ের আগেই বই বিতরণ নিশ্চিত করায় শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের শুরু থেকেই পাঠ্যবই হাতে পাবে।' তিনি আরও বলেন, 'শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।'
বই বিতরণ উৎসবে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাঁশখালী উপজেলার ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬২টি কিন্ডারগার্টেন স্কুল এবং চাঁদপুর বেলগাঁও চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত