সংলাপ প্রতিনিধি::: বাঁশখালী উপজেলা রিকশাচালক শ্রমিক কল্যাণ ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুক্রবার বিকেলে শীলকূপ টাইমবাজার ট্রেড ইউনিয়ন কার্যালয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে কাজী এমরানুল হক সভাপতি এবং মুহাম্মদ জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১৩ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপকমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা শরফুল আমিন চৌধুরী।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কার্যকরী সভাপতি হাফেজ ছিদ্দিক আহমেদ, সহ-সভাপতি মুহাম্মদ নুরুল আমিন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সাঈদী, অর্থ সম্পাদক মুহাম্মদ সোহেল, সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুব এলাহী, দপ্তর সম্পাদক মুহাম্মদ ওসমান, প্রচার সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন, সদস্য ছরওয়ার, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ আবদুল আলিম ও মুহাম্মদ জয়নাল।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইছহাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার সভাপতি নুরুল হোসাইন এবং সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা জোবাইর আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ জালাল উদ্দীন, মাওলানা হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ আগামী তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে।

প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত