সংলাপ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন (আকাশ)।
ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন একই সঙ্গে পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর পল্টনে অবস্থিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির সভাপতি নুরুল হক নুর তার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম তুলে দেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন বলেন, ‘চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণই রাষ্ট্রের প্রকৃত ক্ষমতার মালিক- এই বিশ্বাস থেকেই গণঅধিকার পরিষদ অতীতে রাজপথে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
তিনি আরও বলেন, ‘জনপ্রিয় নেতা নুরুল হক নুর ধারাবাহিকভাবে রাজপথে থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বেই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই নেতৃত্বের অধীনে আমরা জনগণের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করে তুলতে চাই।’
জনগণের সমর্থন ও ভালোবাসাকে পুঁজি করে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত