বাঁশখালী সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে আল হুদা আইডিয়াল বালিকা মাদরাসায় পবিত্র কুরআনের হিফজ ও দাওর সম্পন্ন করায় হাফেজা তাছনিম নূরীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং হিফজ সমাপনকারী নবীন হাফেজাদের বিদায়ী সংবর্ধনাও অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মাদরাসার হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মাওলানা নাসরুল্লাহ সা’আদ। মাদরাসার পরিচালক মাওলানা আনিসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী রাফিয়া খাতুন আদর্শ মাদরাসার পরিচালক হাফেজ ওসমান গনি।
এ সময় অনুষ্ঠানে হেফজ বিভাগের মেধাবী ছাত্রী হাফেজা তাছনিম নূরীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। তিনি শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও চাঁদপুর কি ইউ আর ইউ সিনিয়র মাদরাসার সহকারী মৌলভী শিক্ষিকা আফরোজা বেগমের বড় কন্যা। কৃতিত্বের সঙ্গে দাওরা সম্পন্ন করায় তাকে সম্মাননা স্মারক ও দোয়ার মাধ্যমে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে বাঁশখালী মাদরাসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ও জলদি বাহরুল উলূম মাদরাসার পরিচালক মাওলানা মুনীরুল্লাহ রব্বানী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাঁশখালী শাখার সভাপতি মাওলানা হাফেজ হেলাল উদ্দিন, মাওলানা আলী আকবর এবং শীলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নূরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা হাফেজা তাছনিম নূরীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি কুরআনের যথাযথ চর্চা, আমল ও ইসলামী শিক্ষার প্রসারে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত