বাঁশখালী সংলাপ::: বাঁশখালী উপজেলার বৈলছড়ির কে.বি বাজার এলাকায় জনসাধারণের চলাচলের পথ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুসারে অবৈধভাবে সর্বসাধারণের ব্যবহার্য পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
অভিযান শেষে তিনি বলেন, 'জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।'
স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত