সংলাপ প্রতিনিধি:: প্রভু যীশু খ্রিস্টের পবিত্র জন্মদিন ‘শুভ বড়দিন’ ও আগত শুভ নববর্ষ ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া-শেখেরখীল এলাকার হোশান্না ব্যাপ্টিস্ট চার্চে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বড়দিন উপলক্ষে চার্চ প্রাঙ্গণটি বর্ণিল সাজে সজ্জিত করা হয়।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশেষ উপাসনা ও ধর্মীয় আলোচনায় পবিত্র বাইবেল পাঠ ও প্রার্থনার মাধ্যমে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি কামনা করা হয়। বক্তারা বলেন, প্রভু যীশু খ্রিস্টের জন্মের মূল শিক্ষা হলো প্রেম, ক্ষমা, ত্যাগ ও শান্তি প্রতিষ্ঠা।

প্রধান ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শলোমন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন শেখেরখীল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বাবু দিলীপ কান্তি দেব। বিশেষ অতিথি ছিলেন মো. রিদুয়ান।
বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন চার্চের পালক মি. নিপল কান্তি দেবসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে আয়োজকরা সকলকে শুভ বড়দিন ও শুভ নববর্ষ ২০২৬-এর শুভেচ্ছা জানান।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত