বাঁশখালী সংলাপ::: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক। একই সঙ্গে তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মীর আরশাদুল হক জানান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিল সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধানসহ দলের সব দায়িত্ব ও পদ থেকে তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। এই মুহূর্ত থেকে এনসিপির সঙ্গে তার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি।
একই পোস্টে তিনি জানান, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনে তিনি এ সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন এবং তাকে স্বাগত জানান।
এনসিপির রাজনৈতিক ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে মীর আরশাদুল হক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও গত ১০ মাসে সেই প্রতিশ্রুতি রক্ষায় দলটি ব্যর্থ হয়েছে। যে স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন, তা আর অবশিষ্ট নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, '১৪০০-এর বেশি শহীদ ও হাজার হাজার আহতের আত্মত্যাগের পরও আমরা একটি শান্তিপূর্ণ ও ন্যায্য বাংলাদেশ দেখতে পাইনি। এই ব্যর্থতার দায় এড়াতে পারে না এনসিপিও।'
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক এবং অস্থিরতা তৈরির প্রবণতা দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতিতে গণতন্ত্রে উত্তরণ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাই সবচেয়ে জরুরি।
এনসিপি ছাড়ার পর রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মীর আরশাদুল হক বলেন, দেশের বর্তমান বাস্তবতায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের সরকার গঠনের কোনো বিকল্প নেই। তারেক রহমানের বক্তব্য ও কর্মকাণ্ড পর্যালোচনা করে তিনি মনে করেন, এই মুহূর্তে সবাইকে নিয়ে দেশ পরিচালনার যোগ্যতা ও সক্ষমতা তারেক রহমানের রয়েছে।
তারেক রহমানের ভিশনের প্রশংসা করে তিনি বলেন, 'যখন অন্য দলগুলো ধর্ম ও পপুলিজমকে এজেন্ডা বানাচ্ছে, তখন তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও কর্মসংস্থানের মতো মানুষের দৈনন্দিন জীবনের বিষয়গুলো নিয়ে একটি স্পষ্ট ও বাস্তবসম্মত ভিশন তুলে ধরছেন।'
শেষে তরুণদের উদ্দেশে আহ্বান জানিয়ে মীর আরশাদুল হক বলেন, পপুলিজম বা হুজুগে প্রভাবিত না হয়ে দেশের ভবিষ্যৎ ও সামগ্রিক স্বার্থ বিবেচনায় তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশন বাস্তবায়নে সহযোগিতা করা উচিত। তিনি ব্যক্তিগতভাবে তার পূর্ণ সমর্থন ঘোষণাও দেন। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন, সাথেই থাকুন

প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত