সংলাপ সংবাদ::: 'ইনসাফের বাংলাদেশ’ না হওয়া পর্যন্ত লড়াই চলবে'- এই প্রত্যয়ে বীর শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকায় স্থাপিত হচ্ছে ‘শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি পাঠাগার’। ইতোমধ্যে পাঠাগারটির নির্মাণকাজ চলমান রয়েছে। এই মহতী উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদান করছে মাওলানা জুলকারনাইন চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট। স্থানীয়ভাবে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ বিকাশে পাঠাগারটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সাহসী ছাত্রনেতা প্রয়াত শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এই পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়। সাবেক ছাত্রনেতা আনিসুল আজম-এর পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই স্মৃতি পাঠাগারটি এলাকার শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চা ও মননশীলতার একটি উন্মুক্ত কেন্দ্র হিসেবে কাজ করবে।
পাঠাগার প্রতিষ্ঠা প্রসঙ্গে পৃষ্ঠপোষক সাবেক ছাত্রনেতা আনিসুল আজম বলেন, 'শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন সংগ্রামী মানুষ। তাঁর আদর্শ ছিল ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গড়া। এই স্মৃতি পাঠাগার শুধু একটি স্থাপনা নয়; এটি হবে তাঁর চিন্তা, আদর্শ ও সংগ্রামের ধারক। এখান থেকে নতুন প্রজন্ম সত্য, ন্যায় ও দায়িত্ববোধের শিক্ষা গ্রহণ করবে- এই আমাদের প্রত্যাশা।'
তিনি আরও বলেন, 'জ্ঞানচর্চার মাধ্যমেই একটি সচেতন সমাজ গড়ে ওঠে। শহীদ হাদির স্মৃতিকে ধারণ করে এই পাঠাগার ভবিষ্যতে ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।'
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহল মনে করছেন, শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি পাঠাগার চাম্বল এলাকার শিক্ষার্থী ও তরুণ সমাজের জন্য একটি অনুপ্রেরণার কেন্দ্র হয়ে উঠবে এবং শহীদের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত