বাঁশখালী সংবাদদাতা::: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ ছাত্র-জনতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় বাঁশখালীর প্রধান সড়কের চাম্বল বাজার এলাকায় বিক্ষোভ-পরবর্তী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে চাম্বল বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাম্বল বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘তুমি কে আমি কে—হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, বুক চিতিয়ে লড়াই করবো’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’ এবং ‘ভারতীয় আগ্রাসন মানি না, মানব না’—এমন নানা স্লোগান দিতে থাকেন। মিছিলটি বাজার মোড়ে পৌঁছালে মুহূর্তেই পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।
সমাবেশে বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনোভাবেই সাধারণ মৃত্যু নয়; এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাঁশখালীর আহ্বায়ক ইমরানুল কাদের চৌধুরী জিসান, দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি দিদারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আনিসুল আজম চৌধুরী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।
[caption id="attachment_3358" align="aligncenter" width="300"]
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন, সাথেই থাকুন[/caption]
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত