বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা সুপন নন্দী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জান, নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাসসহ উপজেলা ও থানা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, কর্মরত সাংবাদিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার জলদী পাইলট হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ক্রেস্ট প্রদানসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে মহান বিজয় দিবস ও বীর শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম মহান বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত