নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধভাবে অস্ত্র বহনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়া এলাকার দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানের সময় একটি সন্দেহজনক টেম্পু তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পুসহ গ্রেফতার করা হয়- নোয়াখালীর হাতিয়া উপজেলার খুরশিল আলম (৩২) এবং চট্টগ্রামের ভূজপুর এলাকার পুখিয়ার মো. হাসান ওরফে আকাশ (২৭)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চট্টগ্রাম অফিস সূত্র জানায়, 'গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।'
উল্লেখ্য, বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের মধ্যম চেচুরিয়া ৮ নম্বর ওয়ার্ডের হুজিত্তাপাড়া ও নাপিতপাড়ার মোহনায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের আস্তানা গড়ে তোলে মো. বদি আলম প্রকাশ ডাকাত বদি। কয়েক মাস আগে পুলিশ তার মাদকের আস্তানা গুঁড়িয়ে দিলেও সে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, পলাতক ওই মাদক কারবারির সঙ্গে অস্ত্রচালানকারীদের সখ্যতা থাকতে পারে এবং তারাই ওই এলাকায় অস্ত্র সরবরাহের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, 'গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এর পেছনে কোনো বড় চক্র জড়িত আছে কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।'
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত