নিজস্ব সংবাদদাতা::: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বাঁশখালীতে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।
জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও)-এর অর্থায়ন ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ইপসা বাস্তবায়িত প্রকল্পের অংশ হিসেবে “দুর্যোগ ও উন্নয়নে স্বেচ্ছাসেবকদের অবদান: স্থানীয় প্রশাসনের করণীয়” শীর্ষক সংলাপ ও দিবসটি পালন করা হয়। র্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম। ইপসার কর্মকর্তা কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, ফায়ার সার্ভিস টিম লিডার মো. মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম, সিপিপি প্রশিক্ষক মিঠু কুমার দাশ, সাংবাদিক শিব্বির আহমদ রানা, সহকারী প্রজেক্ট অফিসার এনামুল হক ও বেলায়েত হোসেন রায়ানসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, জরুরি পরিস্থিতিতে সর্বপ্রথম সাড়া দেন স্বেচ্ছাসেবকেরা। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ভূমিধস বা সড়ক দুর্ঘটনা-প্রতিটি সংকটে তাদের তাৎক্ষণিক পদক্ষেপ উদ্ধার কার্যক্রমকে দ্রুত ও কার্যকর করে। নিয়মিত প্রশিক্ষণ, তথ্যবিনিময় এবং প্রশাসন-ফায়ার সার্ভিস-স্বেচ্ছাসেবক ত্রিপক্ষীয় সমন্বয় দুর্যোগ মোকাবিলায় আরও পেশাদারিত্ব আনবে বলে মত দেন বক্তারা।
ইপসার প্রশিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠক মোহাম্মদ বখতিয়ার উদ্দিন স্বেচ্ছাসেবকদের কার্যক্রম নিয়ে সেশন পরিচালনা করেন। সংলাপের উদ্দেশ্য তুলে ধরেন ইপসার প্রজেক্ট অফিসার মাহিনুর আক্তার।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত