সংলাপ ডেস্ক::: ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনি এলাকায় থাকা সব ধরনের প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত আদেশ ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের চিঠিতে জানানো হয়, তফসিল ঘোষণার প্রক্রিয়া চলমান। এ অবস্থায় সম্ভাব্য প্রার্থীদের ব্যবহৃত পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা এবং যেকোনো ধরনের নির্বাচনি ক্যাম্প নিজ খরচে ও নিজ উদ্যোগে অপসারণ করতে হবে। সময়সীমা—তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টা।
এ নির্দেশনা বাস্তবায়নে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে প্রচারণা সামগ্রী অপসারণ নিশ্চিত করতে কঠোর নজরদারিরও নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে স্বাক্ষর করেন নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন। তিনি সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দ্রুত নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানান।
ইসির মতে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সমতার পরিবেশে সম্পন্ন করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত