বাঁশখালী সংলাপ::: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদু আলম। প্রধান আলোচকের বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ্।
সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী এবং সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েল। সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার এবং বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিব্বির আহমদ রানা।
বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের অগ্রগতি, সুশাসন ও ন্যায়বিচারের প্রধান অন্তরায়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সমাজের প্রতিটি স্তরে সততা চর্চা এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বাধা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি পালনের মাধ্যমে সকলেই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।আ
আলোচনা সভার পূর্বে জাতীয় পতাকা উত্তোলন, সংগীত পরিবেশন, শান্তির পায়রা উড্ডয়ন এবং উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত