বাঁশখালী সংলাপ::: বাঁশখালীর স্বনামধন্য স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘মানবতার কল্যাণে আমরা’–এর উদ্যোগে ৭নম্বর সরল ইউনিয়নের খালাইচ্ছার দোকানের পাশে অবস্থিত মদীনাতুল উলুম মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের এতিম শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন পাঠের রেহাল উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাতুল ইসলাম মাসুম, সাংগঠনিক সম্পাদক মোরশেদুল হক কাদেরী, সিনিয়র সদস্য হাফেজ মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মানবতার কল্যাণে আমরা’ ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কাজ অব্যাহত রাখবে। সংগঠনের নেতৃবৃন্দ আরও প্রত্যয় ব্যক্ত করেন যে, সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে তাদের এই উদ্যোগ চলমান থাকবে এবং প্রত্যেক কার্যক্রমে মানবতার সেবা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
মাদ্রাসার শিক্ষার্থীরা রেহালের উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন।

প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত