বাঁশখালী সংলাপ::: পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।
মঙ্গলবার ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। একইসঙ্গে তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।
পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির জেলা সমন্বয়ক সোলতানুল আনিম চৌধুরী বলেন, 'সারাদেশে আমরা ৩৩ হাজার ৭১০ জন কর্মরত রয়েছি। জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদানসহ প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টিসেবা ও টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। অথচ রাজস্ব খাতে চাকরি থাকা সত্ত্বেও আমাদের কোনো পদোন্নতি নেই।'
সমিতির সাধারণ সম্পাদক ছরওয়ার আলম বলেন, 'আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত হলেও এখনো নিয়োগবিধি নেই। ফলে বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত।'
পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির বাঁশখালী উপজেলা সভাপতি মনির উদ্দিন চৌধুরী বলেন, 'চাকরিতে যোগদানের পর থেকে এ পর্যন্ত আমরা লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও শান্তিপূর্ণ অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তবুও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। আমাদের একটাই দাবি—নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়ন। দাবি আদায় না হলে ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।'
এদিকে ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতি পালন এবং উপজেলার নিজ নিজ অফিসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবার কল্যাণ সহকারীরা। পাশাপাশি আসন্ন পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহও তারা বর্জন করবেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত