বাঁশখালী সংলাপ::: দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকেয়া বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রবিবার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কচির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম-আহ্বায়ক শিব্বির আহমদ রানা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক দোদুল চাঁপা দে।
প্রধান অতিথি হাসান আল মামুন বলেন, 'রোকেয়া বেগম দীর্ঘ ৩১ বছর নিষ্ঠার সঙ্গে শিক্ষাসেবা প্রদান করেছেন। সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা প্রমাণ করে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। তাঁর অবসর জীবন শান্তিময় হোক এ কামনা করি।' বিশেষ অতিথি শিব্বির আহমদ রানা বলেন, 'শিক্ষক মানুষ গড়ার কারিগর। রোকেয়া বেগম ছিলেন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ। তাঁর কর্মজীবন পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয়।'
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ কচির উদ্দিন বলেন, 'শেষ কর্মদিবসেও রোকেয়া বেগম শ্রেণিকক্ষে পাঠদান করেছেন। তিনি সত্যিকারার্থে একজন দায়িত্বশীল শিক্ষক।' বিদায়ী শিক্ষক রোকেয়া বেগম আবেগাপ্লুত হয়ে সহকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীদের ভালোবাসা ও আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের অভিভাবক সভাপতি বিদ্যুৎ কান্তি দেব, অভিভাবক শেখর কান্তি গুহ, পুঁইছড়ি সোলতানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ববিতা দাশ, বাঁশখালী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কামরুল হাসান ও মোজাম্মেল হক, পুঁইছড়ি হাফেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কাউসার। অনুভূতি প্রকাশ করেন সহকারী শিক্ষক গুলশন আরা বেগম, মুহাম্মদ জাকের উল্লাহ, সুবর্ণা সিকদার, ইয়াছমিন আকতার কণা, ফাহমিদা ইসলাম, নিরুপমা দেব, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সুচনা সেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের পক্ষ থেকে রোকেয়া বেগমকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে গাড়িবহরসহ তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত