সংলাপ সংবাদ::: চট্টগ্রামের বাঁশখালী এ্যাপোলো হাসপাতালে একদিনে পাঁচটি স্বাভাবিক ডেলিভারি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন সময়ে চলা এ সেবামূলক কার্যক্রমে হাসপাতালের চিকিৎসক, নার্সিং টিম ও স্টাফদের সমন্বিত প্রচেষ্টায় সবগুলো ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়। নিরাপদ প্রসব ব্যাবস্থা ও আধুনিক চিকিৎসা সুবিধায় রোগী ও স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, দিনের বিভিন্ন সময়ে পাঁচজন প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিটি ক্ষেত্রে চিকিৎসক দল দ্রুত পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করে নিরাপদভাবে প্রসব করান। ডেলিভারির পর মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ্যাপোলো হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারিহা ইয়াছমিন বলেন, 'একদিনে পাঁচটি সফল ডেলিভারি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রতিটি প্রসূতির অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। মাতৃস্বাস্থ্য সেবা উন্নত করতে আমাদের টিম সর্বদা প্রস্তুত রয়েছে।'
নবজাতকদের দেখভালে দায়িত্ব পালন করেন ইউনিয়ন হাসপাতাল কক্সবাজারের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ডা. ছোটন। তিনি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অ্যাপোলো হাসপাতালে ২৪ ঘণ্টা রোগী দেখেন, যা স্থানীয় মাতৃ ও নবজাতক সেবা আরও সহজ করেছে।
হাসপাতাল ব্যবস্থাপনা জানায়, বাঁশখালীসহ আশপাশের বৃহৎ জনঅঞ্চলে মানসম্মত মাতৃসেবা নিশ্চিত করতে তারা আধুনিক চিকিৎসা সুবিধা ও সেবার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের সেবা চালু থাকলে প্রসূতিদের আর শহরের বড় হাসপাতালে যেতে হবে না। স্থানীয় পর্যায়ে নিরাপদ চিকিৎসা পাওয়া সহজ হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তিও কমবে।

প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত