নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালীর আলোচিত বিএনপি নেতা ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লেয়াকত আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত ৫ মিনিট ১ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ভিডিও বার্তায় লেয়াকত আলী বলেন, তিনি চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত রাজনৈতিক জীবনে নানা বাধা-সংকটে পড়লেও বাঁশখালীবাসীর পাশে থাকার চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি। তার ভাষায়, '৪১ বছর ধরে বিএনপির রাজনীতি করেছি। নেতাদের ড্রয়িংরুমে হাজিরা দিইনি বলে বারবার ড্রয়িংরুম পলিটিকসে পরাজিত হয়েছি।'
বাঁশখালীর জনগণের প্রতি আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, 'আমি কৃষকের ঘরে জন্ম নেওয়া, শ্রমিকের তত্ত্বাবধানে বেড়ে ওঠা রাজনৈতিক কর্মী। রাজনীতি আমাকে ছুড়ে ফেললেও বাঁশখালীবাসী আমাকে বুকে টেনে নেবে—এটাই আমার বিশ্বাস। ২২ নভেম্বরের জনসভায় আপনারা যে সমর্থন দেখিয়েছেন, সেটাই আমাকে নির্বাচনে আসার প্রেরণা দিয়েছে।'
গত ৬ নভেম্বর সরল ইউনিয়নে ঈদ-এ মিলাদুন্নবী (স.) মাহফিলে জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যেও লেয়াকত আলী ইঙ্গিত দিয়েছিলেন যে দলীয় সিদ্ধান্ত যাই হোক, তিনি জনগণের পাশে থাকবেন। তিনি বলেন, 'দল আমাকে চিরদিনের জন্য বহিস্কার করলেও আমি আপনাদের ছেড়ে যাব না। আমি কি বুঝাতে চেয়েছি তা বুঝে নেবেন।'
পরবর্তীতে ২২ নভেম্বর বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় তিনি প্রকাশ্যে নির্বাচন করার ইঙ্গিত দেন। সেদিন তিনি বলেন, 'দল আমাকে ভুলে গেলেও জনগণ আমাকে ভুলে যায়নি।' একই সমাবেশে দলীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, 'আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না।'
এ বিষয়ে লেয়াকত আলীর মন্তব্য জানতে তার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, এরই মধ্যে গত ৩ নভেম্বর বিএনপি বাঁশখালী আসনে মিশকাতুল ইসলাম চৌধুরীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত