সংলাপ সংবাদদাতা:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাংলা বাজারস্থ শাহ আমানত দাখিল মাদরাসার নবগঠিত এডহক কমিটির প্রথম সভা সোমবার (২৪ নভেম্বর) মাদরাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এর আগে কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলী নেওয়াজ চৌধুরী (ইরান) মাদরাসার অবকাঠামোগত সার্বিক সমস্যা সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদরাসার পক্ষ থেকে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক এবাদতখানা, অজুখানা ও ওয়াশরুম, ছাত্র-ছাত্রীদের বিশুদ্ধ পানীয়জলের সুবিধা নিশ্চিত করতে পুরাতন নলকূপকে সাবমারসিবল পাম্পে রূপান্তর, শিক্ষকবৃন্দের জন্য পৃথক ওয়াশরুম এবং পাঠোপযোগী কক্ষ সংস্কারের দাবি উপস্থাপন করা হয়।
কমিটির সভাপতি আলী নেওয়াজ চৌধুরী (ইরান) সকল অভাব-অভিযোগ মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, 'শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, উন্নত এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।'
সভায় আরও উপস্থিত ছিলেন- সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আজিজুর রহমান, এডহক কমিটির শিক্ষক সদস্য মোহাম্মদ আজগর হোছাইন, অভিভাবক সদস্য হারুনুর রশিদ এবং সদস্য সচিব ও ভারপ্রাপ্ত সুপার মুহাম্মদ জাকারিয়া।
এছাড়া বক্তব্য রাখেন মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মোস্তফা হোছাইন হেলালী, চাম্বল ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি আনোয়ারুল আজিম সাঈদী, ছাত্র পরিষদের অর্থ সম্পাদক ওয়াহিদুল হক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত শাহ আমানত দাখিল মাদরাসা বর্তমানে অবকাঠামোগতভাবে বেশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পাঁচ শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করলেও প্রয়োজনীয় শিক্ষক ও কর্মচারীর ঘাটতি দীর্ঘদিনের সমস্যা হিসেবে রয়ে গেছে। মতবিনিময় সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদরাসার সার্বিক উন্নয়ন, পাঠদানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের অতীত সুনাম অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত