শিব্বির আহমদ রানা: বাঁশখালীতে আগামীকাল শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি নেতা ও গণ্ডামারা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান লিয়াকত আলীর বিশাল জনসভা। এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা- এটি হবে বাঁশখালীর ইতিহাসে সর্ববৃহৎ রাজনৈতিক সমাবেশগুলোর একটি।
সমাবেশ উপলক্ষে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের একপাশে সুবিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। কয়েকদিন ধরেই অনলাইন ও অফলাইনে চলছে ব্যাপক প্রচারণা। আয়োজকরা জানিয়েছেন, সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে লক্ষাধিক নারী-পুরুষের উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম না থাকায় সাম্প্রতিক সময়ে লিয়াকত আলীর অনুসারীরা ইউনিয়ন ভিত্তিক প্রতিবাদ সমাবেশ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। আগামীকালের এই মহাসমাবেশের মাধ্যমে দলের হাইকমান্ডের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জোরালোভাবে উপস্থাপন করবেন তিনি।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সদস্য আতাউর রহমান কাইসার বলেন, 'বিপ্লব ও সংহতি দিবসের মাহাত্ম্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। সফল সমাবেশ আয়োজনের জন্য সবাই নিরলস পরিশ্রম করছেন।'
পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকী জানান, 'আগামীকালের সমাবেশ সফল করতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা শেষ করা হয়েছে। লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আমরা আশা করছি। শৃঙ্খলা রক্ষায় শতাধিক স্বেচ্ছাসেবক মাঠে দায়িত্ব পালন করবে।'
আগামীকাল শনিবার (২২ নভেম্বর) জলদি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি নেতা লিয়াকত আলী।
সব মিলিয়ে সমাবেশকে ঘিরে পুরো বাঁশখালীতে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আগ্রহ।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত