বাঁশখালী সংলাপ সংবাদ:: চট্টগ্রাম-১৬ বাঁশখালী থেকে পরপর ৪ বার নির্বাচিত সাবেক সাংসদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) পবিত্র খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ দিন সকালে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরীস্থ মরহুমের নিজ বাড়ির সংলগ্ন জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় মসজিদ ও মাদ্রাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনগুলো মরহুমের স্মরণে এবং তাঁর রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই দিন পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা বলেন, 'মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বিএনপির দুর্দিনের রাজপথের অগ্রসৈনিক। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাহসিকতা এবং দলের প্রতি নিবেদন ছিল অতুলনীয়। তিনি বাঁশখালী থেকে পরপর ৪ বার সাংসদ নির্বাচিত হয়ে জনগণের প্রতি তাঁর দায়বদ্ধতা পূর্ণ করেছিলেন।'
এছাড়াও তারা বলেন, 'মরহুমের কর্মময় জীবন বিএনপি ও দেশের রাজনীতিতে একটি মাইলফলক হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী গড়ে উঠেছেন এবং তাঁর রাজনৈতিক দৃষ্টি এবং দূরদর্শিতায় আজও বিএনপির নেতাকর্মীরা অনুপ্রাণিত।'
উল্লেখ্য, মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ২০২২ সালের ৮ নভেম্বর আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীসহ বিএনপির নেতাকর্মীরা প্রার্থনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত