বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের কৃষকরা, চাম্বল-শেখেরখীল ছড়া সংযোগ বাঁশখালী প্রধানসড়কের (পিএবি) চাম্বল ছড়ার ব্রিজের পশ্চিম পাশে স্থায়ী স্লুইসগেইট নির্মাণের জন্য এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে প্রায় দুইশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বাঁশখালী প্রধান সড়কের চাম্বল ছড়ার ব্রিজের কাছে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শেখেরখীল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাঈদ চৌধুরী আরফাত, স্থানীয় কৃষক মোক্তার আহমদ, আব্দুর রহিম, ওবায়দুল হক, জসীম উদ্দীন, আনোয়ার ইসলাম চৌধুরী, মৌলভী আনোয়ার, আবু তাহের, নুরু মিয়া, মোহাম্মদ সরওয়ার, আব্দুল আজিজ, খালেদা বেগমসহ আরো অনেকে।
মানববন্ধনে এসময় বক্তারা বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে বোরো মৌসুমে পাহাড়ি ছড়ার পানি আটকে যাওয়ার সমস্যায় ভুগছি। এর ফলে, আমাদের কয়েক হাজার একর চাষযোগ্য জমি অনাবাদী হয়ে পড়ে। বিশেষত, সবজি চাষে পানি সংকট আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। বর্ষা মৌসুমে আবার অতিরিক্ত পানি প্রবাহিত হয়ে জমি ডুবে যায়, যা আমাদের জন্য আরও বড় সমস্যা তৈরি করে।'
তারা আরও জানান, 'বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক বরাদ্দকৃত স্লুইসগেটটি চাম্বল ছড়ার আগে স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। যদি এই স্লুইসগেইট ছড়ার পূর্ব অংশে বসানো হয়, তাহলে আমাদের বোরো মৌসুমে পানি সংকট আরও তীব্র হবে।'
কৃষকরা তাঁদের দাবিতে বলেন, 'সরকারি বরাদ্দকৃত স্লুইসগেইটটি চাম্বল ছড়ার ব্রিজ থেকে ৩শ মিটার পশ্চিমে স্থাপন করা হলে, এটি আমাদের প্রায় ২ হাজার কৃষককে বোরো ধান এবং সবজি চাষের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করতে সক্ষম হবে।'
মানববন্ধনে কৃষকরা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং স্থানীয় প্রশাসনের সাথে একটি সভার মাধ্যমে দ্রুত সমাধান খুঁজে বের করার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত