বাঁশখালী সংলাপ:: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬তম শহীদ, আলী হোসেনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় বাঁশখালী পৌরসভাস্থ আস্করিয়া পাড়া শহীদ আলী হোসেন কবরস্থান সংলগ্ন মাঠে এ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। তিনি বলেন, 'শহীদ আলী হোসেন ইসলাম ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে সংগ্রাম করেছেন। তার ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। এখন বাকশালী ক্ষমতার দিন শেষ। গণতন্ত্রহরণকারী ফ্যাসিস্ট আওয়ামীলীগকে এদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাঁশখালী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, 'আদর্শিক ও সুনির্মিত শিক্ষার্থীই জাতির সম্পদ। শহীদ আলী হোসেন ছিলেন তেমনই এক সংগ্রামী ছাত্র। তার পথ অনুসরণ করলে সমাজে ন্যায় ও মূল্যবোধ প্রতিষ্ঠা পাবে।'

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আবদুর রহিম বলেন, 'শহীদ আলী হোসেনের ত্যাগ ছিল ইসলামী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামের অংশ। তার জীবন আমাদের শেখায়, আদর্শের পথে অবিচল থাকাই প্রকৃত সফলতা। বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হয়ে সমাজ পরিবর্তনের অগ্রভাগে থাকতে হবে।
জেলা পশ্চিমের শিবির সেক্রেটারি ফরমানুর রহমান জাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- শিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাসের, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার।
এ সময় পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুখ আজম, সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম আকবর, রিয়াজুল হক, ছাত্রনেতা আব্দুল হামিদ, জেলা এইচ আরডি সম্পাদক আবদুল কাদের, পৌরসভা যুব বিভাগের সভাপতি আবু তৈয়্যব, স্কুল সম্পাদক আমির উদ্দিন, আমিনুল ইসলাম মুকুলসহ সাবেক ও বর্তমান ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালের ১৫ আগস্ট দোহাজারিতে জামায়াতে ইসলামী আয়োজিত গণজাগরণ দিবসের মিছিলে অংশগ্রহণকালে আওয়ামী-বাকশালী চক্রের বোমা ও গুলিবর্ষণে গুরুতর আহত হন আলী হোসেন। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৯ অক্টোবর ১৯৮৯ সালে বিকেল ৪টায় সংক্রামক ব্যাধি হাসপাতালে তিনি শাহাদাত বরণ করেন।
দোয়া মাহফিলে শহীদের মাগফিরাত কামনা ও তার আদর্শিক পথ অনুসরণে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত