সংলাপ সংবাদদাতা:: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক বলেছেন, '২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে ১৪-দলীয় জোটভুক্ত দলগুলোর সন্ত্রাসীরা জামায়াত ও ছাত্রশিবিরের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে লগি-বৈঠা দিয়ে ৬ জন নেতা-কর্মীকে হত্যা এবং সহস্রাধিককে আহত করেছিল। এটি ইতিহাসের এক বর্বরতম মানবতাবিরোধী অপরাধ। এই হত্যাকান্ডে জড়িত আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং সংশ্লিষ্ট সকল ফ্যাসিবাদী দলকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং খুনীদের বিচারের আওতায় আনতে হবে।'
তিনি আরও বলেন, 'নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, আমাদের আপত্তি নেই। তবে তার আগে খুনী বাহিনীকে নিষিদ্ধ করা, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা এবং সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বাংলার মাটিতে খুনী ফ্যাসিবাদীদের রাজনীতি করতে দেওয়া যাবে না। লগি-বৈঠার খুনীরা বিচারের মুখোমুখি না হলে নির্বাচন অর্থহীন।'
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কেরানিহাট চত্বরে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে অধ্যক্ষ বদরুল হকের সঙ্গে বক্তব্য রাখেন জামায়াত নেতা ডা. আব্দুল জলিল, মাওলানা কুতুব উদ্দীন, মাওলানা আব্দুল মালেক ও মাস্টার আবুল বশর ছিদ্দিকী। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া থানা শাখার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল কেরানিহাট চত্বর থেকে শুরু হয়ে সাতকানিয়া রিসোর্টে গিয়ে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত