সংলাপ ডেস্ক:: সিলসিলাহ-ই-আলীয়াহ জাহাঁগীরিয়ার অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র পবিত্র মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন ও পীর-মুর্শিদ হজরত ৪র্থ শাহ জাহাঁগীর তাজুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আরেফুল হাই (ক.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ দুই শতাব্দীরও অধিককাল ধরে ইসলামের সুশিক্ষা, কোরআন-সুন্নাহর প্রকৃত অনুসরণ ও তাসাউফের আলো ছড়িয়ে আসা এই সিলসিলার পূর্বত্মন সাজ্জাদানশীন হজরত ১ম শাহ জাহাঁগীর শেখুল আরেফীন সৈয়দ মৌলানা মোখলেসুর রহমান (ক.), হজরত ২য় শাহ জাহাঁগীর ফখরুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আবদুল হাই (ক.) ও হজরত ৩য় শাহ জাহাঁগীর শমসুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ মকছুছুর রহমান (ক.) এর পদাঙ্ক অনুসরণ করে তিনি ব্যাপকভাবে মানবতার আত্মিক জাগরণে কাজ করে গেছেন।
হজরতের ইন্তেকালের সংবাদে দেশ-বিদেশের বিভিন্ন সিলসিলাহ’র সাজ্জাদানশীন, হাজারো ভক্ত-মুরিদ ও আশেকদের মাঝে গভীর শোক নেমে এসেছে। আধ্যাত্মিকতা, মানবসেবা ও জ্ঞানের প্রসারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
আগামী শনিবার ফজরের নামাজের পর পবিত্র মির্জাখীল দরবার শরীফ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন তাঁর জানশীন ও সাহেব-এ-সাজ্জাদাহ হজরত ৫ম শাহ জাহাঁগীর মৌলানা সৈয়দ মুহাম্মদ মকসুদুর রহমান (ক.)।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত