বাঁশখালী সংলাপ সংবাদদাতা:: চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৫-২৬ রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সবজি বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৩৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষকদের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং বিভিন্ন জাতের সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম প্রমুখ।
প্রধান অতিথি মো. ওমর সানী আকন বলেন, 'বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকদের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা দিয়ে যাচ্ছে। আশা করি, এই বীজ ও সার ব্যবহার করে বাঁশখালীর কৃষকরা রবি মৌসুমে সবজি উৎপাদনে আরও সফল হবেন।'
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার বলেন, 'রবি মৌসুমে আমরা সবজি আবাদে কৃষকদের উৎসাহিত করছি। সরকারি প্রণোদনার এই বীজ ও সার পেলে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং ফলন বাড়বে। এতে বাঁশখালী উপজেলা সবজি উৎপাদনে আরও এগিয়ে যাবে।'
কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত