বাঁশখালী সংলাপ প্রবাস ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পেলাহাজি পাড়ার মো. রেজাউল করিম সৌদি আরবের রিয়াদে অপহরণের শিকার হয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর (বুধবার) বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটের দিকে রিয়াদে অবস্থানকালে তাকে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
অপহৃত রেজাউল করিমের ভাই মাইনুদ্দিন মিঠু জানান, ঘটনার পর থেকে তার ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। দেশে ও প্রবাসে থাকা স্বজনরা উদ্বেগের মধ্যে ছিলেন। তিনি তার ভাইয়ের উদ্ধারের জন্য সৌদিতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেন।
অবশেষে সোমবার (১৩ অক্টোবর) রাতে পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায়, মো. রেজাউল করিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি প্রবাসী একাধিক ব্যক্তি ও রেজাউল করিমের পরিবার।
পরিবারের সদস্যরা জানান, তিনি বর্তমানে নিরাপদে রয়েছেন এবং শিগগিরই স্বজনদের সঙ্গে যোগাযোগ করবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা রেজাউল করিমের নিরাপদে ফেরাকে ‘আল্লাহর রহমত’ হিসেবে উল্লেখ করে তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত